বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত  জেলা প্রশাসকের মতবিনিময় 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত  জেলা প্রশাসকের মতবিনিময় 

নোয়াখালীতে নব যোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মহান স্বাধীনতা যুদ্ধে এবং জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে প্রমাণ করেছেন তারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। 

জেলা প্রশাসক সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থচোখ উল্লেখ করে, তিনি বলেন, বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশ এগিয়ে নিতে কাজ করছে। সেই এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা আমাদের চোখ ও কান হিসেবে সাংবাদ মাধ্যমকে মনে করি। তাই তিনি এতে সকল সাংবাদিকদের  সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ তিনি মনোযোগ দিয়ে শুনেন। নোয়াখালীতে খাল দখল করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে জনসাধারণের সমস্যা সৃষ্টি, প্রশাসনে স্বৈরাচারী মনোভাবসহ বিভিন্ন অনিয়ম ও অসংগতির সিন্ডিকেট ভেঙে অবাধ তথ্য প্রদানে জেলা প্রশাসকের  সহায়তায় কামনা করেন সাংবাদিকরা।  

এসময় অন্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবে সভাপতি বখতিয়ার সিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মন্জুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

টিএইচ